রচনাধর্মী প্রশ্ন
- ‘নীলধ্বজের প্রতি জনা’ কাব্যাংশে নীলধ্বজের প্রতি জনার যে ক্ষোভ ও অভিমান প্রকাশিত হয়েছে, তা নিজের ভাষায় লেখো।
- ‘ভুলিব এ জ্বালা, এ বিষম জ্বালা, দেব, ভুলিব সত্বরে।’ – কে, কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন? এখানে কোন জ্বালার কথা বলা হয়েছে? তিনি কীভাবে সেই বিষম জ্বালা ভুলতে চেয়েছেন?
- কৌরববংশের বিরুদ্ধে জনার অভিযোগগুলি সংক্ষেপে লেখো।
- কুন্তী ও দ্রৌপদী সম্পর্কে জনা কী কী অভিযোগ করেছেন?
- ‘বীরাঙ্গনা’ শব্দের অর্থ কী? জনা কি প্রকৃতই বীরাঙ্গনা—যুক্তিসহ লেখো।
- ‘কিন্তু বৃথা এ গঞ্জনা’ – বক্তার এই আক্ষেপ কেন? এ বিষয়ে তার প্রতিক্রিয়া কী ছিল?
- ‘মহারথী প্রথা কি হে এই, মহারথী?’ – কার প্রতি কে এই উক্তি করেছেন? মহারথী প্রথা কী? কে কিভাবে তা লঙ্ঘন করেছেন?
- ‘নীলধ্বজের প্রতি জনা’ কবিতায় জনা অর্জুনের কাপুরুষতার কী কী দৃষ্টান্ত তুলে ধরেছেন?
- ‘হায় পাগলিনী জনা’ – পাঠ্যকবিতা অনুসরণে পাগলিনী জনার চরিত্র বিশ্লেষণ করো। অথবা ‘ক্ষত্র-কুলবালা আমি; ক্ষত্রকুলবধূ– বক্তার এমন মন্তব্যের তাৎপর্য আলোচনা কর।