‘মহারথী প্রথা কি হে এই, মহারথী?’ – কার প্রতি কে এই উক্তি করেছেন? মহারথী প্রথা কী? কে কিভাবে তা লঙ্ঘন করেছেন?

[উ] কার প্রতি উক্তি—প্রশ্নোদ্ধৃত অংশটি মাইকেল মধুসূদন দত্তের লেখা ‘নীলধ্বজের প্রতি জনা’ পত্রকবিতা থেকে গৃহীত হয়েছে।

    এখানে জনা তার স্বামী নীলধ্বজের প্রতি এই উক্তি করেছেন।

মহারথী প্রথা—ক্ষত্রিয় যোদ্ধাদের রীতি বা আদর্শ হলো নিরস্ত্র প্রতিপক্ষ যোদ্ধাকে যুদ্ধে আহ্বান না করা, তাকে আক্রমণ না করা, অসমবয়সী অপেক্ষাকৃত দুর্বলকে অস্ত্রাঘাত না করা, তাকে যুদ্ধে হত্যা না করা। ক্ষত্রিয় মহাবীরেরা এই মহান আদর্শ অনুসরণ করেন। এই হলো মহারথী প্রথা। রাজরানি জনা এই মহারথী প্রথগার কথাই বলেছেন।

মহারথী প্রথা লঙ্ঘন—জনা অভিযোগ করেছেন, অর্জুন মহারথী প্রথা না মেনেই তার পুত্র প্রবীরকে হত্যা করেছে। জনা অভিযোগের সুরে বলেছেন ঠিক এইভাবেই অর্জুন ভীষ্ম-বধ করেছিলেন। অন্যায়ভাবে কর্ণ-বধ করেছিলেন। যুদ্ধের নিয়ম না মেনেই আচার্য দ্রোণকে হত্যা করেছিলেন।

    সুতারাং জনার কথা অনুযায়ী অর্জুন—

ক) মহাপাপী

খ) নরাধম

গ) বর্বর অর্জুন সম্পর্কে ভালো ধারণা পোষণ করেননি জনা। অর্জুন ছলনার আশ্রয় নিয়ে প্রবীরকে হত্যা করে মহারথী প্রথার আদর্শ লঙ্ঘন

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত