কুন্তী ও দ্রৌপদী সম্পর্কে জনা কী কী অভিযোগ করেছেন?

[উ] কুন্তী সম্পর্কে জনার অভিযোগ—জনা পুত্রশোকে শোকাতুরা। মহাভারতে বিভিন্ন চরিত্রের নিন্দায় তিনি সরব হয়েছিলেন। শোকাকুলা জনার মনে হয়েছিল—

এক॥ ভোজ রাজ কন্যা কুন্তী ‘স্বৈরিণী’।

দুই॥ অর্জুন তাঁর ‘জারজ’ সন্তান।

তিন৷৷ কুমারী অবস্থাতেই তিনি সন্তান গ্রহণ করেছিলেন।

চার।। জনার চোখে কুস্তী ‘কুলটা’।

দ্রৌপদী সম্পর্কে জনার অভিযোগ–অর্জুন-পত্নী দ্রৌপদীকে নিয়ে জনার বিরক্তির কারণ ছিল। তিনি দ্রৌপদী সম্পর্কে বলেছেন—

এক৷৷ দ্রৌপদী ভ্রমরের মধ্যে মক্ষীরানির মতো।

দুই ।। তিনি রবির অধীনী।

তিন ৷৷ তিনি সমীরণ-প্রিয়া।

চার।। তিনি পৌরব-সরসে নলিনী।

সুতরাং জনার চোখে দ্রৌপদী হলেন ‘ভ্রষ্টা’ রমণী।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত