প্রশ্নমান – ৫
- [মান – ৫] “স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। আর কেউ কাঁদেনি?” – উদ্ধৃতাংশটি যে কবিতার অন্তর্গত, সেই কবিতায় আর কোন্ কোন্ শাসকের নাম আছে? ‘ফিলিপ’ কেঁদেছিলেন কেন? ‘আর কেউ কাঁদেনি?’ — বলতে বক্তা কী বোঝাতে চেয়েছেন?
- [মান – ৫] “ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার। / একলাই না কি?” — আলেকজান্ডার কে ছিলেন? ‘একলাই না কি’ বলতে কবি কী বুঝিয়েছেন?
- [মান – ৫] “কে আবার গড়ে তুলল এতবার ?” — কী গড়ে তোলার কথা বলা হয়েছে? এই প্রশ্নের মাধ্যমে কবি কী বলতে চেয়েছেন?
- [মান – ৫] “বইয়ে লেখে রাজার নাম। / রাজারা কি পাথর ঘাড়ে করে আনত?” — কারা, কেন পাথর ঘাড়ে করে এনেছিল ?
- [মান – ৫] “পাতায় পাতায় জয় / জয়োৎসবের ভোজ বানাত কারা?” — পাতায় পাতায় কাদের জয় লেখা? ‘জয়োৎসবের ভোজ’ যারা বানাত তাদের প্রতি কবির কী মনোভাব প্রকাশ পেয়েছে?
- [মান – ৫] “… সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা ?”- রাজমিস্ত্রিরা কী নির্মাণ করেছিল? এই প্রশ্নের মাধ্যমে বক্তা কী বলতে চেয়েছেন ?
সমাপ্ত