[মান – ৫]  “কে আবার গড়ে তুলল এতবার ?” — কী গড়ে তোলার কথা বলা হয়েছে? এই প্রশ্নের মাধ্যমে কবি কী বলতে চেয়েছেন?

(উত্তর)

সূচনা : কবি বের্টোল্ট ব্রেশ্ট-এর ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ (শঙ্খ ঘোষ অনূদিত গ্রন্থ ‘বহুল দেবতা বহু স্বর’) কবিতায় কবি শ্রমজীবী মানুষের প্রতিনিধি একজন পড়তে জানা মজুরের সমাজের প্রতি করা প্রশ্নগুলিকে তুলে ধরেছেন।

যা গড়েছিল : বর্তমান ইরাকের অন্তর্গত ব্যাবিলোনিয়া রাজ্যের রাজধানী সুসজ্জিত ব্যাবিলন শহরকে বারবার নির্মাণের কথা কবি বুঝিয়েছেন। ব্যাবিলন তার ঝুলন্ত উদ্যানের কারণে ইতিহাসে প্রসিদ্ধ। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে পারস্যের সঙ্গে সংগ্রামে ব্যাবিলনের পতন হয়।

কবির বক্তব্য : ব্যাবিলনের সমৃদ্ধির গৌরবময় কাহিনি পৃথিবী জুড়ে প্রচারিত হওয়ায় ঈর্ষাকাতর শত্রুরা বারবার ব্যাবিলন আক্রমণ করেছে। একাধিকবার শত্রুর আক্রমণে বিধ্বস্ত হলেও সুদক্ষ শিল্পী ও শ্রমিকদের যৌথ প্রয়াসে ব্যাবিলন আবার গড়ে উঠেছে। অতীতের নজিরবিহীন শিল্পসৌন্দর্যের প্রতীক ব্যাবিলন বর্তমানে ঐতিহাসিক ধ্বংসাবশেষে চেয়েছেন পরিণত হয়েছে। কতশত শ্রমিকের চোখের জল, বুকের রক্ত ব্যাবিলনের সেইসব তোরণ, সৌধ, মিনারে মিশে ছিল। কারণ শুধুমাত্র সম্রাটের বহুল অর্থ, পৃষ্ঠপোষকতাই যথেষ্ট নয়, বিপুল পরিমাণ শ্রমিক সেদিন অক্লান্ত পরিশ্রমে তিলে তিলে ব্যাবিলনের স্থাপত্য গড়ে তুলেছিল। আজ সবই শূন্য, বিস্মৃতির অতলে তলিয়ে গিয়েছে। হতভাগ্য, অবহেলিত শ্রমিকের দল যাদের কথা কেউ মনে রাখেনি তারা ইতিহাসে অনুপস্থিত।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত