[মান – ৫] “ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার। / একলাই না কি?” — আলেকজান্ডার কে ছিলেন? ‘একলাই না কি’ বলতে কবি কী বুঝিয়েছেন?

(উত্তর)

আলেকজান্ডারের পরিচয় : জার্মান কবি-নাট্যকার বের্টোল্ট ব্রেখ্‌ট্‌ রচিত ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ (শঙ্খ ঘোষ অনূদিত গ্রন্থ ‘বহুল দেবতা বহু স্বর’) কবিতায় একাধিক ঐতিহাসিক চরিত্রের প্রসঙ্গ আছে। এঁদেরই একজন আলেকজান্ডার। তিনি ছিলেন প্রাচীন গ্রিসের ম্যাসিডনের শাসনকর্তা দ্বিতীয় ফিলিপের পুত্র। পরবর্তীকালে পর তিনিই গ্রিসের ম্যাসিডনের সম্রাট হন। দিগ্‌বিজয়ী বীর আলেকজান্ডার বহু দেশ জয় করে ৩২৭ খ্রিস্টপূর্বাব্দে এদেশে আসেন। দেশে ফেরার পথে ব্যাবিলনে তাঁর জীবনাবসান হয়। ভারতীয় রাজা পুরুর সঙ্গে তাঁর যুদ্ধ ইতিহাসে বিখ্যাত। 

কবির বক্তব্য : এই প্রশ্নের মাধ্যমে বক্তা অর্থাৎ পড়তে জানা এক মজুর সাধারণ মানুষ ও শ্রমিকশ্রেণির বঞ্চনার কথা, উপেক্ষার কথা বলতে চেয়েছেন। বিশ্ববিখ্যাত দিগ্‌বিজয়ী আলেকজান্ডার ও রাজা পুরুর সন্ধি স্থাপনের প্রসঙ্গ ইতিহাসে অমর হয়ে আছে। 

কিন্তু আলেকজান্ডার একা তো ভারত জয় করেননি, তাঁর আসল শক্তি ছিল রণকুশলী সৈন্যদল। তারাই আলেকজান্ডারকে ইতিহাসের নায়ক করে তুলেছে। অথচ সেই সৈনিকরা ইতিহাসে উপেক্ষিত থেকে গেছে। এভাবেই মানবসভ্যতার ইতিহাসে চিরকাল ক্ষমতাবানদের জয় ঘোষিত হয়েছে। সাফল্য ও কীর্তির দাবিদার করে রাখা হয়েছে রাজা-মহারাজাদের। প্রচলিত ও অসম্পূর্ণ ইতিহাস এভাবেই সম্রাটদের প্রতি পক্ষপাতিত্বে এবং শ্রমজীবী জনসাধারণের প্রতি উপেক্ষায় পরিপূর্ণ।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত