--------------------------------------------------
--------------------------------------------------


--------------------------------------------------
--------------------------------------------------

[মান – ৫] “স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। আর কেউ কাঁদেনি?” – উদ্ধৃতাংশটি যে কবিতার অন্তর্গত, সেই কবিতায় আর কোন্ কোন্ শাসকের নাম আছে? ‘ফিলিপ’ কেঁদেছিলেন কেন? ‘আর কেউ কাঁদেনি?’ — বলতে বক্তা কী বোঝাতে চেয়েছেন?

(উত্তর)

বিভিন্ন শাসক : উদ্ধৃতাংশটি জার্মান কবি বের্টোল্ট ব্রেখ্‌ট্‌-এর একটি বিখ্যাত কবিতা ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ (শঙ্খ ঘোষ অনূদিত গ্রন্থ ‘বহুল দেবতা বহু স্বর’ থেকে সংকলিত) কবিতা থেকে গৃহীত। এই কবিতায় স্পেনসম্রাট ফিলিপ ছাড়াও রোমান সম্রাট সিজার, ম্যাসিডনের সম্রাট গ্রীকবীর আলেকজান্ডার ও আরেকজন সম্রাট দ্বিতীয় ফ্রেডারিকের নাম আছে।

যে কারণে কেঁদেছিলেন : জগৎবিখ্যাত রণতরির বহর স্পেনীয় আর্মাডা ছিল স্পেনের জাতীয় গৌরবের প্রতীক। এই রণতরীর নৌসেনাদের রণকৌশল ছিল অসামান্য। ১৫৮৫ খ্রিস্টাব্দ থেকে ১৬০৪ খ্রিস্টাব্দ পর্যন্ত চলা ইংল্যান্ড ও স্পেনের যুদ্ধে ইংরেজ নৌসেনার আক্রমণে স্পেনের আর্মাডা ডুবে গেলে তৎকালীন স্পেনসম্রাট ফিলিপ মর্মান্তিক বেদনা ও পরাজয়ের গ্লানিতে কেঁদেছিলেন।

মূল বক্তব্য : অপরাজেয় আর্মাডা ডুবে যাওয়ার সংবাদে সম্রাট ফিলিপ যারপরনাই দুঃখে অধীর হয়ে খুব কেঁদেছিলেন। সমাজ-সচেতন, ইতিহাস-সচেতন কবি পড়তে জানা এক মজুরের প্রশ্নের মাধ্যমে বোঝাতে চেয়েছেন, এই নৌবহর ডুবে যাওয়ার মর্মান্তিক বেদনা ও গ্লানি শুধু সম্রাট ফিলিপ একাই উপলব্ধি করেননি। নৌবহরের সেনা-নাবিকদের আত্মীয়-পরিজনসহ সমগ্র স্পেনবাসী এই আঘাত সহ্য করেছিল। অথচ ইতিহাসে সে সম্পর্কে ইতিহাসবিদেরা নীরব থাকেন। শুধুমাত্র চর্চা হয় শাসকদের উচ্ছ্বাস-বেদনা নিয়ে। কবি আলোচ্য কবিতায় এই অসম্পূর্ণ ইতিহাসের প্রতি ইঙ্গিত করেছেন।  

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত