প্রশ্নমান – ৫
- [মান – ৫] বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো। রবীন্দ্র সমসাময়িক দুজন বিশিষ্ট গীতিকারের নাম লেখো।
- [মান – ৫] বাংলা সংগীত জগতে গায়ক ও সুরকার রূপে মান্না দের স্থান নিরূপণ করো।
- [মান – ৫] বাংলা সংগীত জগতে গায়ক ও সুরকার রূপে হেমন্ত মুখোপাধ্যায়ের স্থান নিরূপণ করো।
- [মান – ৫] বাংলা গানের ধারায় সলিল চৌধুরীর বিশিষ্টতা সম্বন্ধে আলোচনা করো।
- [মান – ৫] বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো।
- [মান – ৫] বাংলা সংগীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো।
- [মান – ৫] বাংলার দুটি লোকসংগীতের ধারার নাম লেখো। যে-কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও।
- [মান – ৫] বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
সমাপ্ত