রচনাধর্মী প্রশ্ন
- ‘তারা ভয়ঙ্কর সজাগ আছে।’ -কাদের কথা বলা হয়েছে? তাদের এমন সজাগ থাকার কারণ কী?
- ‘এই চোখ বুজে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা।’- কারা একথা মনে করেন? ‘জগতের সবচেয়ে আদিম চলা’ বলতে কী বোঝানো হয়েছে?
- ‘সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায়।’- কোন্ প্রেক্ষিতে এই উক্তিটি করা হয়েছে? উক্তিটির অন্তর্নিহিত অর্থ লেখো।
- ‘হাহা ক’রে তার উত্তর আসে, “আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে।” – কোন্ প্রসঙ্গে এই মন্তব্য? মন্তব্যটির গভীর নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো।
- ‘ওরে অবোধ, আমার ধরাও নেই, ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া’ – কোন্ রচনার অংশ? এখানে কে, কাদের ‘অবোধ’ বলেছেন? উক্তিটির তাৎপর্য আলোচনা করো।
- ‘কর্তার ভূত’ কি নিছক ভূতের গল্প, নাকি রাজনৈতিক রূপক কাহিনি? ব্যাখ্যাসহ লেখো।