রচনাধর্মী প্রশ্ন
- “ও আজ যেখানে বসেছে সেখানে তোমাদের তলোয়ার পৌঁছায় না”।–কার সম্পর্কে, কে একথা বলেছেন? এ বক্তব্যের তাৎপর্য কী?
- “শুনেছি অচলায়তনে কারা সব লড়াই করতে এসেছে”।—শিক্ষায়তন কীভাবে অচলায়তনে পরিণত হয়েছিল? সেখানে কারা লড়াই করতে এসেছিল এবং কেন?
- মহাপঞ্চকের সঙ্গে আচার্য অদীন পুণ্যের বিরোধ বাধল কেন? কে কোথায় অদীন পুণ্যের নির্বাসন দিলেন?
- ‘গুরু’ নাটক অবলম্বনে ‘গুরু’ চরিত্রের স্বরূপ বিশ্লেষণ করো।
- ‘গুরু’ নাটকে মোট কটি সংগীত রয়েছে? নাটকটিতে সংগীতের ভূমিকা আলোচনা করো।