প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রশ্নমান = ৫ [মান–৫] চর্যাপদের পুথিতে কটি পদ পাওয়া গেছে। চর্যাপদের কবি পরিচয় সম্পর্কে লেখো।[মান–৫] চর্যাপদের পুথি আবিষ্কার ও এর রচনাকাল সম্পর্কে লেখ।[মান – ৫] চর্যাপদের পুথি কে আবিষ্কার করেন? আনুমানিক কোন সময়ে চর্যাপদ্গুলি রচিত হয়েছিল? এই পদগুলিতে তৎকালীন সমাজজীবনের যে প্রতিফলন দেখা যায়, তা সংক্ষেপে লেখ।[মান – ৫] চর্যাপদ কে আবিষ্কার করেন? সন্ধ্যাভাষা বলতে কী বোঝ? বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের গুরুত্ব নির্ণয় করো।