প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রশ্নমান = ৫ [মান–৫] চর্যাপদের পুথিতে কটি পদ পাওয়া গেছে। চর্যাপদের কবি পরিচয় সম্পর্কে লেখো।[মান–৫] চর্যাপদের পুথি আবিষ্কার ও এর রচনাকাল সম্পর্কে লেখ।