[উ]
(ক) প্রাপ্ত পদ = চর্যাপদের যে তালপাতার পুথির আবিষ্কৃত হয়েছে তার সবকটি পাতা পাওয়া যায় নি। তাই প্রাপ্ত পদের সংখ্যা সাড়ে ৪৬টি। এগুলির মধ্যে সবথেকে বেশি পদ লিখেছেন কাহ্নপাদ—১৩টি পদ।
(খ) কবি পরিচয় = মূল গানে ও টীকায় ২৩ জন কবির নামোল্লেখ আছে। এঁদের মধ্যে উল্লেখযোগ্য কবি হলেন কাহ্নপাদ, লুইপাদ, ভুসুকুপাদ, সরহপাদ, শবরপাদ প্রমুখ। তবে অনেকেই বলেন চর্যাপদের ভণিতায় থাকা নামগুলি অধিকাংশই তাঁদের প্রকৃত নাম নয়, তা তাঁদের ছদ্মনাম।
চর্যার কবিদের সকলের জীবন সম্পর্কে বিশেষ তথ্য পাওয়া যায় না। বেশিরভাগ তথ্যই স্বল্প। ২৩ জন (মতান্তরে ২৪) কবির গানের সংখ্যা এইরূপ—
কাহ্নপাদ—১৩টি, ভুসুকুপা—৫টি, সরহপাদ—৪টি, কুক্কুরীপাদ—৩টি, লুইপাদসহ কয়েকজন—২টি এবং চাটিলপাদসহ অন্যান্য—১টি।
চর্যাপদের কবিদের ধর্মমত সম্বন্ধে বলতে গিয়ে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন, এঁরা সকলেই বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য। যদিও বৌদ্ধধর্মের অন্যান্য শাখাসহ তান্ত্রিকমতের বিশ্বাসী ছিলেন চর্যার অনেক কবিই।