প্রশ্নমান – ৫
- [মান – ৫] ‘অনেক, অনেক দূরে আছে মেঘ-মদির মহুয়ার দেশ।’—‘মহুয়ার দেশ’ কাকে, কেন বলা হয়েছে? কবিতাটিতে স্বপ্নভঙ্গের কোন্ কথা আছে?
- [মান – ৫] “আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া-ফুল,/নামুক মহুয়ার গন্ধ।”—’আমার’ বলতে কার কথা বলা হয়েছে? এমন কামনার কারণ কী ?
- [মান- ৫] ‘অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক’—এখানে কোন্ মানুষদের কথা বলা হয়েছে? তাঁরা অবসন্ন কেন? ‘ধুলোর কলঙ্ক’ বলতে কবি কী বুঝিয়েছেন?
- [মান – ৫] “ঘুমহীন তাদের চোখে হানা দেয়/কিসের ক্লান্ত দুঃস্বপ্ন।”- কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন ?
সমাপ্ত