--------------------------------------------------
--------------------------------------------------


--------------------------------------------------
--------------------------------------------------

[মান – ৫] “ঘুমহীন তাদের চোখে হানা দেয়/কিসের ক্লান্ত দুঃস্বপ্ন।”- কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন ?

(উত্তর)

প্রথম অংশ : সমর সেন রচিত ‘কয়েকটি কবিতা’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘মহুয়ার দেশ’ কবিতা থেকে গৃহীত প্রশ্নোদ্ধৃত অংশে মহুয়ার দেশের যাদের চোখ কয়লাখনির শ্রমিকদের ঘুমহীন চোখের কথা বলা হয়েছে। ‘মহুয়া বনের ধারে কয়লার খনি’তে অক্লান্ত পরিশ্রমের কারণে অবসন্ন শ্রমিকদের চোখ ঘুমহীন।

দ্বিতীয় অংশ : নগরায়ণের দূষণ যেমন নাগরিক মানুষদের ক্লান্ত করে, তেমনই প্রকৃতির পবিত্রতাকেও গ্রাস করে। নাগরিক জীবনের ক্লান্তি যখন অসহ্য হয়ে ওঠে, তখন মুক্তির স্বাদ নিয়ে আসে মহুয়ার দেশ। কিন্তু সেই স্বাদ আস্বাদন সম্ভব হয় না, যখন দেখা যায় প্রকৃতির নিবিড় ছায়ায় থাকা মানুষগুলি ক্রমশ প্রগতির আগ্রাসনে পাল্টে যাচ্ছে। 

তাই মহুয়ার দেশের শিশিরভেজা সকালে অবসন্ন খেটে খাওয়া মানুষগুলির শরীরে দেখা যায় ধূলোর কলঙ্ক। অন্ধকারে নিস্তব্ধতা ভেদ করে আসে কয়লাখনির ‘গভীর’ শব্দ। মহুয়ার দেশের প্রকৃতিলগ্ন মানুষগুলো প্রকৃতির মতো সরল জীবনে থাকতে পারেনি। অসহায় সেই মানুষগুলো সারারাত কয়লাখনিতে শ্রম দিয়েও জীবন থেকে অবসাদ দূর করতে পারেনি, তাদের চোখে তাই আর স্বপ্ন নেমে আসে না, নেমে আসে দুঃস্বপ্ন।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত