[মান – ৫] “আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া-ফুল,/নামুক মহুয়ার গন্ধ।”—’আমার’ বলতে কার কথা বলা হয়েছে? এমন কামনার কারণ কী ?

(উত্তর)

প্রথম অংশ : নাগরিক কবি সমর সেন বিরচিত ‘মহুয়ার দেশ’ কবিতা থেকে গৃহীত অংশটিতে ‘আমার’ বলতে নগরজীবনের একঘেয়েমিতে পরিশ্রান্ত কবি নিজেকে বোঝাতে চেয়েছেন।

দ্বিতীয় অংশ : তিনি নগরজীবনের একঘেয়েমি অবসাদের হাত থেকে মুক্তি পেতে মহুয়ার দেশে আশ্রয় চেয়েছেন। কবি নগরজীবনের মলিনতা থেকে মুক্তির অভিপ্রায়ে মহুয়ার দেশের প্রাকৃতিক সৌন্দর্যের ছায়ায় আশ্রয় নিতে চান। অস্তগামী সূর্যের সোনালি আলো জল-তলে প্রতিফলিত হয়ে আলোর স্তম্ভ এঁকে দেয়। জলের উপর সেই আলো আগুনের রং ছড়িয়ে দেয়। এই অপরূপ সৌন্দর্য কবিকে মুগ্ধ করলেও যন্ত্রসভ্যতার কালো ধোঁয়ার নিশ্বাস কবিকে গ্রাস করে। ‘শীতের দুঃস্বপ্নের মতো বেঁচে’ থাকতে কবি চান না, বরং তা থেকে মুক্তি পেতে কবি মহুয়ার দেশে পৌঁছাতে চান।

নগর জীবনের ব্যস্ততা আর শ্রান্তি থেকে মুক্তির কামনায় কবির আকর্ষণ মহুয়ার দেশ। মহুয়ার দেশের রহস্যময় প্রাকৃতিক সৌন্দর্যের অনাবিল বিস্তারে কবি তাই অনাস্বাদিত আনন্দ খুঁজে নিতে চান। সেখানকার পথের দু’ধারের দেবদারুর দীর্ঘ ছায়া কবিকে প্রশান্তি এনে দেবে। সেই নির্মল প্রকৃতির সান্নিধ্য চান কবি, কারণ মহুয়ার দেশই কবির স্বপ্নভূমি। কবি আকুলভাবে তাই কামনা করেন :

“আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া-ফুল

নামুক মহুয়ার গন্ধ।”

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত