--------------------------------------------------
--------------------------------------------------


--------------------------------------------------
--------------------------------------------------

[মান- ৫] ‘অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক’—এখানে কোন্ মানুষদের কথা বলা হয়েছে? তাঁরা অবসন্ন কেন? ‘ধুলোর কলঙ্ক’ বলতে কবি কী বুঝিয়েছেন?

(উত্তর)

অবসন্ন মানুষ : সমর সেন রচিত ‘মহুয়ার দেশ’ কবিতায় অবসন্ন মানুষ বলতে মহুয়ার দেশের কয়লাখনির শ্রমিকদের কথা বলা হয়েছে।

অবসন্ন হওয়ার কারণ : মহুয়ার দেশে ধনতান্ত্রিক সভ্যতার আগ্রাসনে মানুষের জীবন বিপর্যস্ত। তাদের প্রকৃতিকেন্দ্রিক জীবন নষ্ট হয়ে গেছে, এখন তারা কয়লাখনির শ্রমিকে পরিণত হয়েছে। সারারাত না ঘুমিয়ে খনিতে কঠোর পরিশ্রম করায় তাদের চোখ ঘুমহীন এবং তাদের শরীর ক্লান্তিতে অবসন্ন হয়ে পড়েছে।

ধূলোর কলঙ্ক : আলোচ্য কবিতায় ‘ধুলোর কলঙ্ক’ বলতে কবি নাগরিক জীবনের ধুলোর কলঙ্কের দূষণ ও যান্ত্রিকতার মলিনতাকে বুঝিয়েছেন। সারারাত না ঘুমিয়ে কয়লাখনির শ্রমিকেরা খনিতে কাজ করার ফলে তাদের জামাকাপড় ময়লা, ধূলিমলিন হয়ে গেছে। কয়লার কালিমায় কালিমালিপ্ত হয়েছে তাদের দেহ। মুছে গেছে সমস্ত সজীবতা। এই অবস্থাই ‘ধূলোর কলঙ্ক’ বলে কবিতায় উল্লিখিত হয়েছে।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত