রচনাধর্মী প্রশ্ন
- ইন্দো-ইউরোপীয় ভাষার দশটি শাখার নাম ও পরিচয় দাও। [২০১৭]
- কেন্তুম্ গুচ্ছ এবং সতম্ গুচ্ছ কী? উদাহরণসহ এদের পরিচয় দাও। [২০১৫] [২০১৭]
- ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান নির্ধারণ করো। [২০১৬]
- নব্য ভারতীয় আর্যভাষার সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা, নব্য ভারতীয় আর্যভাষার সময়সীমা উল্লেখ করে স্তরটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
- ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মধ্যে ভারতীয় আর্যভাষার স্থান নিরূপণ করো। [২০১৬]
- ভারতীয় আর্যভাষা কাকে বলে? এই ভাষার কয়টি স্তর? প্রতিটি স্তর সম্পর্কে অতি সংক্ষিপ্ত ধারণা দাও। [২০১৫] [অথবা] ভারতীয় আর্যভাষার তিনটি স্তর ও তাদের আনুমানিক প্রচলন কাল উল্লেখ করো। [২০১৮]
- ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় দাও। [২০১৬] [২০১৮]