১১। আগের বউটার শরীর কেমন ছিল ?
= ভালো ছিল।
১২। বুড়ি বাড়ি বাড়ি গিয়ে কী বেচে ?
= খই-মুড়ি
১৩। লোটা বাড়ির কী ?
= লক্ষ্মী
১৪। সৌখী কত বছর জেলে গেছে ?
= পাঁচ বছর।
১৫। এর আগে সৌখীর কতবার কয়েদ হয়েছে ?
= দু-বার।
১৬। সৌখী জেলখানায় কাদের সঙ্গে কথা বলে না ?
= কদুচোরদের সঙ্গে।
১৭। মেয়ে মানুষকে নিয়ে টানাটানি করছেন কেন’- কে কাকে বলেছে ?
= সৌখী, দারোগাবাবুকে বলেছিল।
১৮।বুড়ি কার পায়ের উপর মাথা কুটছিল ?
= দারোগাবাবুর পায়ের উপর।
১৯। নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়েও সৌখীর মায়ের ঘুম আসছিল না কেন ?
= কারণ পরদিন সকালে সৌখীকে কী খেতে দেবে এই চিন্তায়।
২০। বুড়ি নতুন কম্বল কোথায় পেয়েছে ?
= সৌখী দিয়েছিল।