--------------------------------------------------
--------------------------------------------------


--------------------------------------------------
--------------------------------------------------

ডাকাতের মা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

‘ডাকাতের মা’ — সতীনাথ ভাদুড়ী

গল্পগ্রন্থ– ‘চকাচকী’ গল্পগ্রন্থ

একাদশ শ্রেণির এই পাঠ্য গল্পটি থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিচে আলোচনা করা হলো। পরীক্ষা উপযোগী এই প্রশ্নোত্তরগুলি অনুশীলন করলে পরীক্ষা দেওয়া অনেক সহজ হবে।

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১। ডাকাতের মায়ের ঘুম পাতলা হতে হয় কেন ?

= রাত-বিরেতে কখন সৌখীর মায়ের ঘরের দরজায় টোকা পড়ে তার ঠিক নেই তাই ডাকাতের মায়ের ঘুম পাতলা হতে হয়।

২। সৌখীর বাপের দলের একজন পুলিশের হাতে ধরা পড়বার পর নিজের হাতে জিভ কেটে ফেলেছিল কেন ?

= কারণ- সৌখীর বাপের দলের কারো সম্বন্ধে পুলিশের কাছে যাতে কিছু না বলতে পারে সেই কারণে।

৩। সৌখীর এবারকার বউটার শরীর ভেঙে গিয়েছে কেন ?

= সৌখীর ছেলে হবার পর তার বউয়ের শরীর ভেঙে পড়েছিল।

৪। একবার সৌখী তার মাকে খুব মেরেছিল কেন ?

= একবার সৌখী রাতে বাড়ি ফিরে দরজায় টোকা মেরেও মায়ের ঘুম ভাঙেনি, তাই সে তার মাকে খুব মেরেছিল।

৫। হাতি পাঁকে পড়লে ব্যাঙেও লাথি মারে’- এর অর্থ কী ?

= শক্তিশালী ব্যাক্তি কোনো বিপদে পড়লে তাকে নিয়ে দুর্বলেরা মশকরা শুরু করে।

৬। পুলিশ দেখে ভয় পাওয়ার লোক সে নয়’ – কার কথা বলা হয়েছে ?

= সৌখীর মায়ের কথা

৭। সৌখী ৯০ টাকা রোজগার করে এনেছে কীভাবে ?

= জেলখানার গুদামে কাজ করে জেলের ঠিকাদারদের কাছ থেকে ৯০ টাকা রোজগার করে এনেছে।

৮। দু-তিন মাস সাজা হয় কাদের ?

= কদুচোর’দের।

৯। সে পাঁচিল ভাঙতে বুড়ির বিশেষ অসুবিধা হল না’- কারণ ?

= পাঁচিলটি দুই-আড়াই ফুট উঁচু করা হয়েছে এবং পাঁচিলের নিচে মাটি-ইট পড়ে থাকায় বুড়ির পাঁচিল ভাঙতে অসুবিধা হয়নি।

১০। সৌখীর মা আগে কী ছিল ?

= ডাকাতের বউ।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত