দ্বীপান্তরের বন্দিনী রচনাধর্মী প্রশ্ন ‘দ্বীপান্তরের বন্দিনী’ কে? বন্দিনীকে মুক্ত করার যে আকুতি কবিতায় প্রকাশ পেয়েছে, তা উল্লেখ কর।‘ধ্বংস হ’ল কি রক্ষ-পুর?’-‘রক্ষ-পুর’ বলতে কবি কী বুঝিয়েছেন? কবি কীভাবে ‘রক্ষ-পুর’-এর ধ্বংস হওয়ার স্বপ্ন দেখান?