‘ধ্বংস হ’ল কি রক্ষ-পুর?’-‘রক্ষ-পুর’ বলতে কবি কী বুঝিয়েছেন? কবি কীভাবে ‘রক্ষ-পুর’-এর ধ্বংস হওয়ার স্বপ্ন দেখান?

(উত্তর)

রক্ষ-পুর : কবি নজরুল ইসলামের ‘দ্বীপান্তরের বন্দিনী’ কবিতায় ‘রক্ষ-পুর’ বলতে কবি আন্দামানের কারাগারকে বুঝিয়েছেন।

রক্ষ-পুর ধ্বংস হওয়ার স্বপ্ন : ১৯২৪ সালের ২৪ ডিসেম্বর বেঙ্গল অর্ডিন্যান্স পাশ হওয়ার ফলে আমাদের দেশের বিপ্লবীদের উপর শুরু হয়েছিল পুলিশের অকথ্য অত্যাচার। জেলখানাগুলিতে বিপ্লবীদের ঠাঁই না হওয়ায় আন্দামানের কারাগারে তাঁদের পাঠানো হয়েছিল।

এভাবে বহু মানুষকে গ্রেপ্তার করার পাশাপাশি অকথ্য অত্যাচার করা হয়েছিল। বন্দিনী স্বদেশভূমিকে শৃঙ্খলমুক্ত করার জন্য যাঁরাই বিপ্লবে যোগ দিয়েছিলেন তাঁদের বন্দি করা হয়েছিল। ‘দ্বীপান্তরের আন্দামান’-এ নিক্ষেপ করা হয়েছিল সত্যের পূজারীদের। কবি নজরুল ইসলাম বিশ্বাস করেন, এই রক্ষ-পুর-সম কারাপ্রাচীর একসময় ভেঙে পড়বে। মুক্তিলাভ করবে ভারতমাতার সন্তানেরা।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত