শিকার কবিতা “এই ভোরের জন্য অপেক্ষা করছিল!” – কে অপেক্ষা করছিল? তার পরিণতি কী হয়েছিল? (২০১৬)‘শিকার’ কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে, তা নিজের ভাষায় লেখো। সেই পরিবেশ কোন্ ঘটনায় করুণ হয়ে উঠল? (২০১৮)‘এসেছে সে ভোরের আলোয় নেমে’ – সেই ভোরের বর্ণনা দাও। ‘সে’ ভোরের আলোয় নেমে আসার পর কী কী ঘটল, লেখো। (২০২০)“আগুন জ্বলল আবার” – কবিতায় ‘আবার’ শব্দটি ব্যবহারের তাৎপর্য ‘কী? আবার আগুন জ্বলল কেন? এই ঘটনা কীসের ইঙ্গিত দেয়? (২০২৩)‘ভোর’ শব্দটি ‘শিকার’ কবিতায় কোন্ কোন্ ব্যঞ্জনায় উপস্থাপিত হয়েছে তা বিশ্লেষণ করো।