বাঙালির বিজ্ঞানচর্চা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রশ্নমান = ৫ চিত্রকলা-চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর স্থান নিরূপণ করো। [২০১৮]বাঙালির চিত্রকলাচর্চার ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। [২০১৬]বিজ্ঞানে মেঘনাদ সাহার অবদান লেখ।চিকিৎসা বিজ্ঞানে বিধানচন্দ্র রায়ের কৃতিত্বের পরিচয় দাও।প্রফুল্লচন্দ্র রায়ের বিজ্ঞানচর্চার পরিচয় দাও।জগদীশচন্দ্র বসুর বিজ্ঞানচর্চার পরিচয় দাও।