পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদ আয়োজিত উচ্চমাধ্যমিক পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, এরপর পরিক্ষার্থীরা কলেজ জীবনে প্রবেশ করে। এই পরীক্ষার প্রশ্নমান খুব উচ্চমানের হয়। পুরাতন সিলেবাসের তুলনায় নতুন সিলেবাস অনেক সংক্ষিপ্ত হওয়া সত্ত্বেও এর বিষয়গত পরিধি ব্যাপক। প্রশ্ন উত্থাপনের পূর্বে উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণির সিলেবাস উল্লেখ করা হলো
গল্প
|
রচনাকার
|
কে বাঁচায় কে বাঁচে
|
মানিক বন্দ্যোপাধ্যায়
|
ভাত
|
মহাশ্বেতা দেবী
|
ভারতবর্ষ
|
সৈয়দ মুস্তাফা সিরাজ
|
কবিতা
|
কবি
|
রূপনারানের কুলে
|
রবীন্দ্রনাথ ঠাকুর
|
শিকার
|
জীবনানন্দ দাশ
|
মহুয়ার দেশ
|
সমর সেন
|
আমি দেখি
|
শক্তি চট্টোপাধ্যায়
|
ক্রন্দনরতা জননীর পাশে
|
মৃদুল দাশগুপ্ত
|
নাটক
|
নাট্যকার
|
বিভাব
|
শম্ভু মিত্র
|
নানা রঙের দিন
|
অজিতেশ বন্দ্যোপাধ্যায়
|
আন্তর্জাতিক কবিতা/ভারতীয় গল্প
|
রচনাকার
|
পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন
|
ব্রের্টোল্ড ব্রেখট
|
অলৌকিক
|
কর্তার সিং দুগ্গাল
|
ক. ভাষা
খ. শিল্প ও সংস্কৃতির ইতিহাস
গ. প্রবন্ধ রচনা
|
নম্বর বিভাজন এইরূপ :
লিখিত – ৮০ [এম.সি.কিউ./নৈর্ব্যক্তিক ৩০ + রচনাধর্মী ৫০]
প্রকল্প – ২০
মোট পূর্ণমান = ১০০
—————————————-
নতুন সিলেবাসের প্রশ্নপত্র ২০২০
—————————————-