সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি

1. রাজা বিপ্রায় গাং দদাতি। [‘বিপ্রায়’ পদে সম্প্রদানে চতুর্থী বিভক্তি]

2. রাজা দরিদ্রায় ধনং যচ্ছতি। [‘দরিদ্রায়’ পদে সম্প্রদানে চতুর্থী বিভক্তি]

3. গ্রামায়ঃ গচ্ছতি কৃষকঃ। [‘গ্রামায়’ পদে গম্ ধাতুর ক্রিয়াযোগে চতুর্থী বিভক্তি]

4. মাতা পুত্রায় চন্দ্রং দর্শয়তি। [‘পুত্রায়’ পদে ক্রিয়াযোগে চতুর্থী বিভক্তি]

5. হরয়ে রোচতে ভক্তিঃ। [‘রুচি-অর্থে’ ‘হরয়ে’ পদে কর্তায় চতুর্থী বিভক্তি]

6. শিশবে রোচতে মোদকঃ। [‘রুচি-অর্থে’ ‘শিশবে’ পদে কর্তায় চতুর্থী বিভক্তি]

7. বালকায় মিষ্টং রোচতে। [‘রুচি-অর্থে’ ‘বালকায়’ পদে কর্তায় চতুর্থী বিভক্তি]

৪. মহ্যং রসগোলকং রোচতে। / মহ্যং সংস্কৃতং রোচতে। [‘রুচি-অর্থে’ ‘মহ্যং’ পদে কর্তায় চতুর্থী বিভক্তি]

9. অহং তুভ্যং শতং ধারযামি। [ধারি ধাতুর প্রয়োগে ‘তুভ্যং’ পদে চতুর্থী বিভক্তি]

10. কৃপণঃ ধনায় স্পৃহয়তি। [স্পৃহ ধাতুর প্রয়োগে ‘ধনায়’ পদে চতুর্থী বিভক্তি]

11. যুপায় দারু। [নিমিত্তবোধক শব্দে ‘যুপায়’ পদে চতুর্থী বিভক্তি]

12. পাকায় গচ্ছতি। [‘পাকায়’ চতুর্থী বিভক্তি]

13. মশকায় ধূমঃ। [নিবারণ অর্থে ‘মশকায়’ পদে চতুর্থী বিভক্তি]

14. অগ্নয়ে স্বাহা। [স্বাহা শব্দের যোগে ‘অগ্নয়ে’ পদে চতুর্থী বিভক্তি]

15. কৃষ্ণায় নমঃ। / শিবায় নমঃ। / দেব্যৈ নমঃ। [নমঃ শব্দের যোগে ‘কৃষ্ণায়’/’শিবায়’/দেব্যৈ’ পদে চতুর্থী বিভক্তি]

16. ফলেভ্যঃ উদ্যানং যাতি। [‘ফলেভ্যঃ’ পদে কর্মে চতুর্থী বিভক্তি]

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত