ঈশ্বরচন্দ্র-বিদ্যাসাগরঃ

ভারতীয়-মনীষিণাম্ অগ্রগণ্যঃ স্বনামধন্যঃ ঈশ্বরচন্দ্র-বিদ্যাসাগরঃ আসীৎ। অসৌ মহাপুরুষঃ ১৮২০ খ্রিস্টাব্দে সেপ্টেম্বরমাসস্য বঙ্গেযু মেদিনীপুর-মণ্ডলে বীরসিংহ-গ্রামে দরিদ্রব্রাহ্মণকুলে জন্ম-পরিগ্রহং কৃতবান্। তস্য পিতা ঠাকুরদাস- বন্দ্যোপাধ্যায়ঃ মাতা চ ভগবতী দেবী। শিক্ষাবিষয়েসু তস্য মহান্ অনুরাগঃ আসীৎ। সংস্কৃতশাস্ত্রে স অসাধারণং পাণ্ডিত্যং আসীৎ। ততঃ সর্বে জ্ঞানিনঃ তস্মৈ ‘বিদ্যাসাগর’ ইতি উপাধিং দত্তবন্তঃ। স আধুনিক বঙ্গভাষায়াঃ জনকঃ আসীৎ। শিক্ষাবিস্তারে, সমাজস্য মঙ্গলবিধানে, স্ত্রীশিক্ষায়াঃ প্রবর্তনে তস্য মহতী প্রচেষ্টা স্মরণীয়া। অয়ং মহাপুরুষঃ ১৮৯১ খ্রিস্টাব্দে জুলাই-মাসে কলিকাতায়াং পরলোকং প্রস্থিতঃ।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত