মহাকবি বাল্মীকি রচিত রামায়ণ মহাকাব্য আমাদের ভারতবর্ষের জাতীয় মহাকাব্যরূপে সমাদৃত হয়। এই কাব্যের মাহাত্ম্য যুগে যুগে লক্ষ করা যায়। রামচন্দ্র সকলের আদর্শ চরিত্র। ভরতের ভ্রাতৃভক্তি, লক্ষ্মণের কর্তব্যনিষ্ঠা, সীতার পতিভক্তি, বিভীষণের মিত্রতা, শ্রীরামের পিতৃভক্তি, পত্নীপ্রেম, সত্যনিষ্ঠা সবকিছু অসাধারণ। রামরাজ্যই আদর্শ রাজ্য–এটা বর্তমানে স্বীকৃত। ভাস-কালিদাস-ভবভূতি প্রমুখ রামকথা নিয়ে নানাকাব্য রচনা করেছেন। সুতরাং ভারতবর্ষের সমাজজীবনে, ধর্মজীবনে এবং সাহিত্যক্ষেত্রে রামায়ণের অসীম প্রভাব রয়েছে।
মহাকবিনা বাল্মীকিনা বিরচিতং রামায়ণঃ মহাকাব্যম্ অস্মিন্ ভারতবর্ষে জাতীয়-মহাকাব্য-রূপেণ সমাদৃতম্। অস্য কাব্যস্য মাহাত্ম্যং যুগে যুগে পরিলক্ষ্যতে। রামচন্দ্রঃ সর্বেষাম্ আদর্শানাং মূর্তঃ বিগ্রহঃ। ভরতস্য ভ্রাতৃভক্তিঃ, লক্ষ্মণস্য কর্তব্যনিষ্ঠা, সীতায়াঃ পতিভক্তিঃ, বিভীষণয়োঃ মিত্র-প্রীতিঃ, শ্রীরামস্য পিতৃভক্তিঃ, পত্নীপ্রেম, সত্যনিষ্ঠা সর্বম্ এব অসাধারণম্। রামরাজ্যং হি আদর্শ রাজ্যম্ ইতি অধুনাপি স্বীকৃতম্। ভাস-কালিদাস-ভবভূতি প্রভৃতিভিঃ রামায়ণকথাম্ উপজীব্য নানাকাব্যং রচিতম্। সুতরাং ভারতবর্ষস্য সমাজজীবনে, ধর্মজীবনে সাহিত্যক্ষেত্রে চ রামায়ণস্য অসীমঃ প্রভাবঃ।