--------------------------------------------------
--------------------------------------------------


--------------------------------------------------
--------------------------------------------------

অস্মাকং গ্রামঃ / মম গ্রামঃ

আমাদের (বা, আমার) গ্রাম উত্তর ২৪ পরগণা জেলায় অবস্থিত। আমাদের গ্রাম্য পরিবেশ ভালো লাগে। গ্রামের অনতিদূরেই ইছামতী নদী রয়েছে। বসিরহাট শহরও আমাদের গ্রামের কাছেই অবস্থিত। কিছুদূরে দমদম বিমানবন্দর। আমাদের গ্রামকে ঘিরে শস্যশ্যামলা খেত রয়েছে। গ্রামে স্বচ্ছ রায়ু, পরিস্কার কুয়োর জল এবং বিশুদ্ধ দুধ পাওয়া যায়। গ্রামবাসীদের বেশিরভাগ কৃষিজীবী। গ্রামের জীবন সরল সহজ এবং সুখের। এই শান্ত গ্রাম্য পরিবেশ আমাদের খুব ভালো লাগে।  

অস্মাকং (মম) গ্রামঃ উত্তর ২৪ পরগণা-মণ্ডলে অবস্থিতঃ। মহ্যং গ্রামপরিবেশঃ রোচতে। গ্রামাৎ অনতিদূরে ইছামতী নদী সন্তি। বসিরহাট-নগরম্ অপি অস্মাকং গ্রামাৎ অনতিদূরে এব অবস্থিতম্। কিয়দ্দূরে ‘দমদম’ বিমানবন্দরঃ। অস্মাকং গ্রামং পরিতঃ শস্যৈঃ শ্যামলানি ক্ষেত্রাণি সন্তি। গ্রামে স্বচ্ছঃ বায়ুঃ, নির্মলং কূপজলম্, বিশুদ্ধ দুগ্ধং চ প্রাপ্লুবন্তি। গ্রামবাসিনঃ অধিকাংশাঃ কৃষিজীবিনঃ। গ্রাম্যজীবনং সরলং সহজং সুখকরং চ। অয়ং শান্ত গ্রাম্য পরিবেশঃ মহ্যম্ অতীব রোচতে।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত