--------------------------------------------------
--------------------------------------------------


--------------------------------------------------
--------------------------------------------------

দেশভ্রমণম্ 

বিভিন্ন দেশে ভ্রমন সর্বদাই আনন্দের এবং তা আবশ্যকও। দেশভ্রমণের ফলে মানুষের দৃষ্টি বিকশিত হয়, জ্ঞান বর্ধিত হয়, সহানুভূতি তৈরি হয় এবং মিথ্যা ধারণা বদলে যায়। দেশভ্রমণ ছাড়া অধীত বিদ্যা পূর্ণতা পায় না। দেশভ্রমণের ফলে ভৌগোলিক জ্ঞান, স্থাপত্য জ্ঞান সার্থক হয়। বাণিজ্যে, বৈদেশিক মুদ্রা আয়ে দেশভ্রমণের উপযোগিতা রয়েছে।  অতএব দেশভ্রমণের মহৎ উপযোগিতা লক্ষ করা গেল। 

দেশান্তরেষু ভ্রমণং সর্বথা মনোহরম্ আবশ্যকং চ। যতঃ দেশভ্রমণেন মনুষ্যস্য দৃষ্টিঃ বিকসতি, জ্ঞানং বর্ধয়তি, সহানুভূতিঃ উৎপদ্যতে, মিথ্যাকল্পনা চ অস্তং গচ্ছতঃ। দেশভ্রমণং বিনা অধীত অপি বিদ্যা ন পূর্ণতাং যাতি। দেশভ্রমণেন ভৌগোলিকজ্ঞানং, স্থাপত্যজ্ঞানং চ সার্থকং ভবতি। বাণিজ্যে বৈদেশিক-মুদ্রা-অর্জনে চ দেশভ্রমণস্য উপযোগঃ বিদ্যতে।  অতঃ দেশভ্রমণস্য মহান্ উপযোগঃ দৃশ্যতে।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত