অন্তর্জালম্

আধুনিক জীবনের পরম আশ্চর্য আবিষ্কার হল অন্তর্জাল। বিশ্বে ছোট-বড় নানা কম্পিউটার এক বিরাট নেটওয়ার্কের মাধ্যমে জালের মত বিস্তৃত। এই দূরাভাষের মাধ্যমে একে অপরের সম্পর্ক রয়েছে। কম্পিউটার যুক্ত এই ইন্টারনেট মহাসাগরের মত। বিশ্বের কোটি কোটি মানুষ অন্তর্জালের মাধ্যমে লাভবান হয়। অন্তর্জালের মাধ্যমে ইমেল, বার্তালাপ (Message) ইত্যাদি করা যায়। শহর, নগরের মানুষ এই অন্তর্জাল সেবায় লাভবান হচ্ছে। তবে তরুণদের মধ্যে এর অতি আসক্তি খুব ক্ষতি করে।

আধুনিক-বিজ্ঞানস্য পরম্‌-আশ্চর্যম্ আবিষ্কারং হি অন্তর্জালম্। সংসারে লঘু-দীর্ঘ-সংগণকাণাম্ একঃ ‘বিরাট-নেটবর্ক’ ইত্যস্য জালঃ বর্তন্তে, যে দূরভাষ-মাধ্যমেন একঃ অপরেণ সহ সম্পর্কঃ কুর্বন্তি। সংগণক-সংবদ্ধা ইন্টরনেট-প্রণালী মহাসাগরবৎ বর্ততে। জগতঃ কোটি-অধিকজনাঃ অন্তর্জালস্য লাভান্বিতঃ ভবন্তি। অন্তর্জালে ই-মেল-বার্তালাপ ইত্যাদয়ঃ উপলভ্যন্তে। নগরেষু গ্রামেষু চ নিবসন্তঃ জনাঃ অন্তর্জালস্য সেবায়াঃ লাভঃ গৃহ্যন্তে। যুবজনমধ্যে অস্য অতি-আসক্তিঃ মহতীং ক্ষতিং জনয়তি।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত