--------------------------------------------------
--------------------------------------------------


--------------------------------------------------
--------------------------------------------------

দূরদর্শনস্য প্রভাবঃ

দুরদর্শন বিজ্ঞানের যুগান্তকারী সৃষ্টি। এই দুরদর্শন কেবল আমোদ-প্রমোদের যন্ত্র নয়, জনশিক্ষা বিস্তারে এর বড়ো ভূমিকা আছে। দুরদর্শনের প্রয়োগ অনেকক্ষেত্রে রয়েছে। মনোরঞ্জন, শিক্ষা, প্রচার, সংবাদ, খবর, কবিতাচর্চা ইত্যাদি ক্ষেত্রে দুরদর্শনের কার্যপরিধি বিস্তৃত। দুরদর্শনে নানা মনোরঞ্জন, উৎসব-কর্ম, ক্রিকেট-ফুটবল প্রভৃতি খেলা দেখা যায়। মানবজীবনের সব ক্ষেত্রে দুরদর্শনের প্রভাব রয়েছে। এর প্রভাব, সমৃদ্ধি, উন্নতি সমাজের সর্বত্র দেখা যায়।

দূরদর্শনং বিজ্ঞানস্য যুগান্তকারী সৃষ্টিঃ। অদ্য দূরদর্শনং ন কেবলং প্রমোদযন্ত্রং, জনশিক্ষাবিস্তারে অপি তস্য মহতী ভূমিকা বিদ্যতে। দূরদর্শনস্য প্রয়োগঃ বহুবিধক্ষেত্রেষু ভবতি। মনোরঞ্জনম্, শিক্ষণম্, প্রচারঃ, সন্দেশঃ, সমাচারঃ, কাব্যম্-আদি ব্যাপারাঃ দূরদর্শনস্য কার্যপরিধিসীমানং বদ্ধয়ন্তি। দূরদর্শনেন বিবিধ-মনোরঞ্জনানি উৎসবাদি-কর্মাণি, ক্রীড়াকর্মাণি-ক্রিকেট-ফুটবল দর্শিতানি ভবন্তি। মানবজীবনস্য সর্বক্ষেত্রেষু দূরদর্শনস্য গুরুত্বং মহত্ত্বপূর্ণম্। অস্য প্রভাবঃ, সমৃদ্ধিঃ উন্নতিশ্চ সর্বত্র সমাজে দৃশ্যতে।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত