--------------------------------------------------
--------------------------------------------------


--------------------------------------------------
--------------------------------------------------

ছাত্রজীবনম বা, ছাত্রকর্তব্যম্ 

ছাত্রজীবন অশেষ শক্তির মূল। এই সময় যেসব ছাত্রছাত্রী কর্তব্যকার্যে রত থাকে, তারা নিশ্চিত সফল হয়। ভবিষ্যতে তারা সুখে থাকে। অধ্যবসায়, সহিষ্ণুতা, করুণা, সমাজসেবা ইত্যাদি সকলগুণের চর্চা ছাত্রজীবনেই সম্ভব। মনে রাখতে হবে – শিক্ষার্থীর তপস্যা হল অধ্যয়ন করা। শিক্ষার্থীরা নানাধরণের মহৎ কাজে ব্যাপৃত হয়। তাই ছাত্রজীবন অমূল্য।

ছাত্রজীবনম্ অশেষশক্তিবীজম্। অস্মিন্ কালে যে ছাত্রাঃ কর্তব্যকার্যেণ সময়ং তে নিশ্চিতম্‌ এব কৃতকার্যাঃ ভবন্তি। ভবিষ্যৎকালে চ তে সুখেন তিষ্ঠতি। অধ্যবসায়ঃ, সহিষ্ণুতা, করুণা, সমাজসেবা ইত্যাদি সকলগুণানাং চর্চা ছাত্রজীবনে এব সম্ভবতি। “ছাত্রাণাম্ অধ্যয়নং তপঃ” ইতি সর্বদা স্মর্তব্যম্। ছাত্রাঃ বহুবিধ মহৎ কর্মসু ব্যাপৃতাঃ। অতঃ ছাত্রজীবনম্ অমূল্যং। 

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত