বসন্তকালঃ বা প্রিয় ঋতুঃ

নানা ঋতুর মধ্যে বসন্তকাল সর্বশ্রেষ্ঠ ও সুন্দর। এই ঋতু সমস্ত প্রাণীর মন আনন্দে ভরিয়ে দেয়। সুগন্ধ শীতল বাতাস বয়ে যায়। নতুন পাতা ও ফুলে বন-জঙ্গল শোভা পায়। গাছের ডালে ডালে কোকিলেরা মধুর স্বরে ডাকে। বাগানে নানা ফুল মানুষের মনকে আমোদিত করে। মৌমাছিরা ইতস্তত ভ্রমণ করে, গুঞ্জন করে, মধু খায়। চিকিৎসাশাস্ত্রে  এই ঋতুর আবহাওয়াকে ঔষধরূপে গণ্য করে। 

ঋতুষু বসন্তঃ সর্বশ্রেষ্ঠঃ সুন্দরতমঃ চ অস্তি। এষ ঋতুঃ সর্বেষাং প্রাণিনাং মনাংসি আহ্লাদয়তি। সৌরভঃ শীতলঃ সমীরণঃ সরতি। নবৈঃ পল্লবৈঃ পুষ্পৈশ্চ বনানি উপবনানি চ শোভন্তে। বৃক্ষশাখাসু কোকিলাঃ মধুরং কূজন্তি। উদ্যানেষু পুষ্পসম্ভারঃ জনানাং চিত্তম্ আমোদয়তি। মধুপাঃ মধু-মক্ষিকাশ্চ ইতস্ততো ভ্রমন্তি, গুঞ্জন্তি, মধু পিবন্তি চ। অস্য ঋতোঃ বায়ুস্তু ঔষধিরূপেণ স্বীকৃতঃ চিকিৎসা-গ্রন্থেষু।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত