--------------------------------------------------
--------------------------------------------------


--------------------------------------------------
--------------------------------------------------

“তব কৃপয়া চেন্মাতঃ স্রোতঃ স্নাতঃ” / পুনরপি জঠরে সোহপি ন জাতঃ।।”

(উত্তর) এই ক্ষণিক জগতে প্রতিনিয়ত অসংখ্য জীব জন্মাচ্ছে, আর মৃত্যুমুখে পতিত হচ্ছে। কারণ এই মরণশীল জগতে জন্মালেই তাকে মরতে হবে। এইভাবে সকলে – জন্মমৃত্যু চক্রে আবর্তিত হচ্ছে। তবুও মানুষ ষড়-রিপুর মোহে পড়ে নানা অসৎ কর্মে লিপ্ত হয়। শাস্ত্রে আছে – পুণ্যফল শেষ হলে তাকে আবার পৃথিবীতে জন্ম নিয়ে দুঃখের অনলে জ্বলতে হয়। জন্ম-মৃত্যু চক্রের আবর্ত থেকে মুক্তির উপায় ব্রষ্মজ্ঞান। তা আবার সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তাই শ্রীচৈতন্য ভক্তিযোগের জোয়ার আনেন। ভক্ত-কবির বিশ্বাস কেউ যদি সাক্ষাৎ দেবী গঙ্গায় স্নান করে, তবে গঙ্গার কৃপায় তাকে আর জন্মগ্রহণের জন্য মাতৃগর্ভে আশ্রয় নিতে হয় না। যমরাজ তার কাছে আসে না। ফলে তার আর পুনর্জন্ম হয় না। সে পরম মোক্ষ লাভ করে।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত