“ত্রিভুবনসারে বসুধাহারে / ত্বমসি গতির্মম খলু সংসারে।”

(উত্তর) গঙ্গা আর গঙ্গাভক্তি যেন সমার্থক হয়ে রয়েছে যুগ যুগ ধরে। এর মূলে আছে অবশ্য ভারতীয় মুনি-ঋষির জীবনে অপরিসীম গঙ্গাভক্তি। গঙ্গা নদীকে ভারতীয়গণ দেবীজ্ঞানে পূজা করে। গঙ্গাজলে আমরা পবিত্র হই — “পতিতোদ্ধারিণি জাহ্নবি গঙ্গে।” হিন্দুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত “গঙ্গেব পরমা গতিঃ।” ইতিহাসের প্রভাত থেকে ভারতের এই গঙ্গা নদী ভারতের মানুষের হৃদয় জুড়ে রয়েছে এবং অসংখ্য কোটি কোটি মানুষকে আকৃষ্ট করে রেখেছে। যুগযুগান্ত ধরে কোনো এক মায়ার জালে ভারতের এই প্রসিদ্ধ নদী, যার জল মহিমা বেদাদিশাস্ত্রে খ্যাত; তা ধনী থেকে সাধারণ সব মানুষের মনকে বেঁধে রেখেছে তা বিস্ময়কর।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত