--------------------------------------------------
--------------------------------------------------


--------------------------------------------------
--------------------------------------------------

“স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহঃ।”

(উত্তর) স্বধর্ম অর্থাৎ নিজ আশ্রমোচিত কর্ম কিছু দোষযুক্ত হলেও তা ভালোভাবে পালন করা উচিত। নির্দোষ পরধর্ম অপেক্ষা অসম্পূর্ণভাবে অনুষ্ঠিত স্বধর্মে নিধনও কল্যাণকর এবং পরধর্ম ভয়াবহ। অন্যভাবে বলা যায় উচ্চপ্রকৃতির মানুষ নিম্নপ্রকৃতির কর্মে প্রবৃত্ত হলে তার অধোগতি হয়। অন্যদিকে নিম্নপ্রকৃতির মানুষ উচ্চপ্রকৃতির উপযোগী কর্ম করলে অনেক কষ্ট সহ্য করে শেষে ধ্বংসের পথে অগ্রসর হয়। আমাদের উপর যেটুকু ক্ষমতা ন্যস্ত হয়েছে তার কতখানি সদ্‌ব্যবহার করেছি সেটিই সবচেয়ে প্রয়োজনীয় কথা। বড়ো হোক, ছোটো হোক, যে ভূমিকা আমাদের দেওয়া হয়েছে, সেটিই মানুষের মতো পালন করতে হবে। 

নিজের স্বভাব বা প্রকৃতি (সত্ত্বঃ, রজঃ, তমঃ) অনুযায়ী যে ধর্ম, তার অনুসরণ করতে গিয়ে যদি সংসারে সাংসারিক অর্থে বিনাশও ঘটে, তাও ভালো। কিন্তু পরধর্ম সর্বদাই ভয়াবহ, তাতে জীবের একুল ওকুল দুই নষ্ট হয়।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত