--------------------------------------------------
--------------------------------------------------


--------------------------------------------------
--------------------------------------------------

বাংলা ভাষায় রচিত কয়েকটি বিশিষ্ট অভিধান

অভিধান বলতে সাধারণত বোঝায় বর্ণানুক্রমে সাজানো শব্দ এবং সেইসব শব্দ সম্বন্ধে যাবতীয় সংবাদ– অর্থ, উচ্চারণ ব্যুৎপত্তি ইত্যাদি। কিন্তু অভিধান মাত্রেই যে বর্ণক্রম অনুসারে শব্দ সাজানো থাকবে না। প্রাচীনকালে বিষয় অনুসারে বা ভাবনা অনুসারে অভিধান সাজানো হত। যেমন সংস্কৃত ভাষার ‘অমরকোষ’ বা ‘অমরার্থচন্দ্রিকা’।
Dictionary এর বাংলা প্রতিশব্দ ‘শব্দার্থকোশ’ নয়, হওয়া উচিত ‘শব্দকোশ’। ‘ডিকশনারি’ কথাটি লাতিন ‘দিক্‌সিয়নারিয়ুম্‌’ থেকে এসেছে। গ্রিকরা একে বলত lexikon, যা থেকে ইংরেজি lexicon শব্দটি পাওয়া গেছে।

প্রাচীনতম অভিধান

সম্ভবত প্রাচীনতম অভিধান রচনার কৃতিত্ব গ্রিকদেরই। খ্রিস্টপূর্ব ৫ম শতকে গ্রিসে রচিত Glossai, যা প্রকৃতপক্ষে অভিধানই। সংস্কৃত অভিধানের মধ্যে প্রাচীনতম হল ‘অমরকোষ’। দ্বাদশ শতকে রচিত সর্বানন্দ বন্দ্যোপাধ্যায়ের ‘টীকাসর্বস্ব’ প্রথম বাংলা অভিধান।

বাংলা ভাষায় রচিত কয়েকটি বিশিষ্ট অভিধান  

বাংলা ভাষায় সাধারণত দুই ধরনের একভাষিক অভিধান সংকলিত হয়ে থাকে–
  • বাংলা শব্দার্থ অভিধান
  • বিষয় অভিধান
বিংশ শতকের কয়েকটি বিশিষ্ট অভিধান হল
অভিধান সংকলক
বাংলা শব্দকোষ যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি
বাঙ্গালা ভাষার অভিধান জ্ঞানেন্দ্রমোহন দাস
বঙ্গীয় শব্দকোষ হরিচরণ বন্দ্যোপাধ্যায়
সরল বাঙ্গালা অভিধান সুবলচন্দ্র মিত্র
সংসদ বাংলা অভিধান শৈলেন্দ্র বিশ্বাস [বর্তমানে সুভাষ ভট্টাচার্য]
আকাদেমি বিদ্যার্থী বাংলা অভিধান প. ব. বাংলা আকাদেমি
ব্যাবহারিক শব্দকোষ কাজী আবদুল ওদুদ
শব্দবোধ অভিধান আশুতোষ দেব
সংসদ কিশোর বাংলা অভিধান সুভাষ ভট্টাচার্য

বিষয়ভিত্তিক কয়েকটি অভিধান

অভিধান সংকলক
অপরাধ জগতের ভাষা ভক্তিপ্রসাদ মল্লিক
আঞ্চলিক ভাষার অভিধান অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
আধুনিক বাংলা প্রয়োগ অভিধান সুভাষ ভট্টাচার্য
ইতিহাস অভিধান যোগনাথ মুখোপাধ্যায়
বিবিধ বিদ্যার অভিধান সুভাষ ভট্টাচার্য
পৌরাণিক অভিধান সুধীরচন্দ্র সরকার
পৌরাণিকী অমলকুমার মুখোপাধ্যায়
বাংলা ভাষা ও সাহিত্যের অভিধান বীতশোক ভট্টাচার্য
বাংলা স্ল্যাং : সমীক্ষা ও অভিধান অভ্র বসু
বাংলা অকথ্যভাষা ও শব্দকোষ সত্রাজিৎ গোস্বামী
ব্যুৎপত্তি-সিদ্ধার্থ বাংলা কোষ সুকুমার সেন
লৌকিক অভিধান কামিনীকুমার রায়
বঙ্গসাহিত্য অভিধান হংসনারায়ণ ভট্টাচার্য
সংসদ ইতিহাস অভিধান সুভাষ ভট্টাচার্য
সংসদ বাংলা উচ্চারণ অভিধান সুভাষ ভট্টাচার্য
সংসদ বাগ্‌ধারা অভিধান সুভাষ ভট্টাচার্য
সংসদ বানান অভিধান অশোক মুখোপাধ্যায়
সংসদ ব্যকরণ অভিধান অশোক মুখোপাধ্যায়
সংসদ সমার্থশব্দকোষ অশোক মুখোপাধ্যায়
লেখক ও সম্পাদকের অভিধান সুভাষ ভট্টাচার্য
অদ্ভুত অভিধান বিপ্লব গুপ্ত

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত