অস্ট্রিক ভাষা সম্পর্কে যা জান লেখ।

(উত্তর) ভারত চার ভাষাবংশের দেশভাষাগত দিক থেকে ভারত সম্বন্ধে বলা হয়—ভারত চার ভাষা বংশের দেশ। ভারতে প্রচলিত ভাষা সমূহকে যে প্রধান চারটি ভাষা বংশে অন্তর্ভুক্ত করা হয় তা হলো—[ক] ভারতীয় আর্য [খ] অস্ট্রিক [গ] দ্রাবিড় এবং [ঘ] ভোটচিনা

অস্ট্রিক ভাষা বংশ

ভারতের প্রাচীনতম জনগোষ্ঠী নেগ্রিটো বা নিগ্রোবটুদের পর যারা ভারতে প্রবেশ করে তারা হলো প্রোটো-অস্টালয়েড বা প্রত্ন অস্ত্রাল। এদের ভাষার নাম অস্ট্রিক। বর্তমানে ভারতের প্রায় ৬৫টি ভাষা এই ভাষাবংশজাত। অস্ট্রিক ভাষাবংশ ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী।

তালিকা

অস্ট্রিক

অস্ট্রোনেশীয়                     অস্ট্রো-এশিয়াটিক

        পশ্চিম          মধ্যদেশীয়       পূর্বী

        [মুন্ডা/কোল]     [মোন-খমের]    [?]

অস্ট্রো-এশিয়াটিক—ভারতে প্রচলিত অস্ট্রিক শাখাটি হলো অস্ট্রো-এশিয়াটিক। এর তিনটি ধারার মধ্যে পশ্চিমা এবং মধ্যদেশীয় ধারাটির পরিচয় পাওয়া যায়।

[ক] পশ্চিমা ধারাএই ধারাটি বৃহত্তম, প্রায় ৫৮টি ভাষা এর অন্তর্ভুক্ত। শবর, খাড়িয়া, সাঁওতালি, মুন্ডারি, হো ভাষা এই ধারার অন্তর্গত। এই ভাষাগুলির মধ্যে অন্যতম হলো সাঁওতালি। বর্তমানে সাঁওতালি ভাষা অলচিকি লিপিতে লেখা হয়। বেশ কিছু গৃহীত অস্ট্রিক শব্দ বাংলায় দেশি শব্দরূপে চিহ্নিত হয়।

[খ] মধ্যদেশীয় ধারামধ্যদেশীয় শাখা মোন-খমের, যার মধ্যে ৭টি ভাষা অন্তর্ভুক্ত। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ভাষা হলো খাসি ভাষা। এছাড়া আন্দামান নিকোবরের নিকোবরি ভাষা অন্তর্ভুক্ত।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত