[উত্তর] মধ্যযুগের প্রথম নিদর্শন : বাংলা সাহিত্যের মধ্যযুগের সূচনা প্রায় চতুর্দশ শতকের মাঝামাঝি থেকে। এইস
ময়ের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন বড়ু চণ্ডীদাস রচিত ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য। রাধাকৃষ্ণের প্রণয়লীলা বিষয়ক এই কাব্যের পুথিটি আবিষ্কার করেছিলেন বসন্তরঞ্জন রায়।
কাব্যের সাহিত্যমূল্য
মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য নানাভাবে গুরুত্বপূর্ণ। এর সাহিত্যমূল্য বা কাব্যমূল্য সূত্রাকারে উল্লিখিত হল :
(১) ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য মূলত লোকায়ত প্রেমের উপাখ্যান। রাধা ও কৃষ্ণের লৌকিক প্রেমকাহিনি এখানে ভাষায় প্রকাশ পেয়েছে।
(২) কাব্যের শেষ খণ্ডে অর্থাৎ ‘রাধাবিরহ’ তে শ্রীমতী রাধার লৌকিক প্রেম পরিণত হয়েছে প্রকৃত প্রেমে।
(৩) কাব্যের সূচনা বসন্তকালে এবং বর্ষা ঋতুতে কাব্যের সমাপ্তি। রাধার বিরহ বর্ষা ঋতুতে আরো গভীরভাবে প্রকাশিত হয়েছে।
(৪) কাব্যটিতে তিনটি চরিত্রের সমাবেশ লক্ষ করা যায়—রাধা, কৃষ্ণ এবং বড়ায়ি।
(৫) এই কাব্যে নাট-গীতির লক্ষণ রয়েছে। অর্থাৎ নাটকীয়তা কাব্যের আবেদন বর্ধিত করেছে।
(৬) চরিত্র পরিকল্পনা, ছন্দ, অলংকার, হাস্যরস, করুণরস, প্রবাদপ্রবচনের ব্যবহার প্রভৃতির কারণে এই কাব্য হয়ে উঠেছে অনুপম।
এককথায় শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মধ্যযুগের বাংলা সাহিত্যের কাব্যভাণ্ডারের সবিশেষ উল্লেখযোগ্য কাব্য।