“আমি বাঞ্ছা করি দেখব তারি”—বক্তা কাকে দেখতে চান? কীভাবে তাঁর দর্শন পাওয়া যাবে?

(উত্তর)রচনা পরিচয়—‘বাড়ির কাছে আরশিনগর’ একটি অতি পরিচিত বাউল গান। বাউল সাধক লালনের অতি পরিচিত এই গানটিতে ‘পড়শি’ তথা ‘মনের মানুষ’এর স্বরূপ বর্ণিত হয়েছে।

বক্তা কাকে দেখতে চান—বাউল সাধক লালন আলোচ্য গানে জানিয়েছেন, তিনি তাঁর উপাস্য ‘পড়শি’কে দেখতে চান।

দর্শন পাওয়ার উপায়—বাউল হলো লোকায়ত সাধনা। গান হলো এই সাধনার মূল অঙ্গ। বাউলরা বলেন, “মনের মাঝে মনের মানুষ কর অন্বেষণ”। এই মনের মানুষ হলো ‘পড়শি’। এই পড়শি থাকেন আরশিনগর। তিনি অধরা, ইচ্ছা করলেই তাঁকে পাওয়া যায় না। তাঁকে দেখাও যায় না। লালন বলেন—

‘ও তার হস্ত-পদ-স্কন্ধ-মাথা নাই-রে।

ও সে ক্ষণেক থাকে শূন্যের উপর

আবার ক্ষণেক ভাসে নীরে।‘

          লালন দেখেছেন, ‘পড়শি’ ও তাঁর মধ্যে ‘অগাধ পানি’। তাই তাঁর কাছে যাওয়া সহজ নয়। কিন্তু তাঁর কাছে যাওয়ার বাসনা নিরন্তর বাড়তে থাকে। তাই সাধক সেই সাধনার ধনকে পাওয়ার জন্যে বলেন—“বাঞ্ছা করি দেখব তারি”।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত