--------------------------------------------------
--------------------------------------------------


--------------------------------------------------
--------------------------------------------------

‘ওরা কি ডাকাতদলের যুগ্যি’ – কোন প্রসঙ্গে এই মন্তব্য? বক্তার একথা বলার কারণ বিশ্লেষণ কর।

প্রসঙ্গ: নিজের স্বামী ও ছেলের চেহারা সম্পর্কে সচেতন গল্পের মূল চরিত্র সৌখীর মা। স্বাস্থ্যহীন কালিঝুলি মাখা, রোগাপাতলা ছেলেকে দেখে এই মন্তব্য করেছে সৌখীর মা।

একথা বলার কারণ কী: ডাকাতের মা হিসাবে সৌখীর মায়ের গর্ব ছিল। তার দলের ছেলেরা অবশ্য শেষপর্যন্ত আনুগত্য স্বীকার করেনি। তারা সৌখীর মা-বউ –এর কথা একবারও ভাবেনি। এদেরকে সৌখীর মা চিহ্নিত করেছে ‘বদ-লোক’ বলে। তার বক্তব্য—

“আসতে দাওনা সৌখীকে! দলের ওই বদলোক গুলোকে ঠান্ডা করতে হবে”।

প্রসঙ্গক্রমে সৌখীর মা আরো বলেছে, “এসব একলষেঁড়ে লোকদের দলে না নিলেই হয়”।

          সৌখীর মায়ের এইরকম সিদ্ধান্তের কারণ হলো—

এক—এদের চেহারা ডাকাতের সঙ্গে মানানসই নয়।

দুই—দেখতে অনেকটা তালপাতার সেপাই।

তিন—রোগাপটকাকে দেখে কেউ ভয় পায় না।

সুতারাং সৌখীর মায়ের সিদ্ধান্ত সৌখীর দলের লোকেরা কেউ ডাকাত দলের যোগ্য নয়।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত