--------------------------------------------------
--------------------------------------------------


--------------------------------------------------
--------------------------------------------------

[মান – ৫] যুক্তধ্বনির পরিচয় দাও।

সংজ্ঞা : শব্দ বা দলের আদিতে উচ্চারিত ব্যঞ্জনধ্বনির সমাবেশকে যুক্তধ্বনি বলে।

যুক্তধ্বনির বৈশিষ্ট্য : যুক্তধ্বনির বৈশিষ্ট্যগুলি হল—

ক. যুক্তধ্বনি সর্বদা দলের আদিতে উচ্চারিত হয়।

খ. যুক্তধ্বনির মাঝে কোনো দলসীমা থাকে না।

গ. দুই ব্যঞ্জনের সমাবেশে গঠিত যুক্তধ্বনির প্রথম ব্যঞ্জনটি [স], নতুবা দ্বিতীয় ব্যঞ্জনটি [র] বা [ল] হয়।

ঘ. গুচ্ছধ্বনির তুলনায় যুক্তধ্বনি বেশি সংহত, কারণ যুক্তধ্বনির মাঝে কোনো দলসীমা থাকে না। 

দৃষ্টান্ত : স্পৃহা, প্রাণ, ট্রফি।

বিশ্লেষণ : ‘প্রাণ’ শব্দে [প] ও [র] এই সমবেত দুটি ব্যঞ্জন হল যুক্তধ্বনি। কারণ এই ধ্বনি শব্দের আদিতে উচ্চারিত হয়েছে এবং মাঝে কোনো দলসীমা নেই। ‘স্পৃহা’ শব্দের স্‌ প্‌ র্ এই তিনটি ধ্বনির সমাবেশে হল যুক্তধ্বনি। কারণ, এই ধ্বনি শব্দের আদিতে উচ্চারিত হয়েছে এবং মাঝে কোনো দল সীমা নেই।

যুক্তধ্বনির সংখ্যা : বাংলা ভাষায় দুই ব্যঞ্জনের ২৮টি যুক্তধ্বনি আছে এবং কৃতঋণ শব্দে যুক্তধ্বনির সংখ্যা ১৮টি। আবার তিন ব্যঞ্জনের সমাবেশে গঠিত যুক্তধ্বনি দুটি, যথা—স্ত্র এবং স্পৃ। 

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত