--------------------------------------------------
--------------------------------------------------


--------------------------------------------------
--------------------------------------------------

[মান – ৫] গুচ্ছধ্বনির পরিচয় দাও।

সংজ্ঞা : পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনি সমাবেশকে গুচ্ছধ্বনি বলে।

গুচ্ছধ্বনির বৈশিষ্ট্য : গুচ্ছধ্বনির বৈশিষ্ট্যগুলি হল :

ক. সমবেত ব্যঞ্জনধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি থাকে না।

খ. গুচ্ছধ্বনির দুটি ব্যঞ্জনের প্রথমটি পূর্ববর্তী দলের এবং পরেরটিকে পরবর্তী দলের অংশ হিসেবে গণ্য করা হয়।

গ. গুচ্ছধ্বনি সব সময় দলের অভ্যন্তরে বসে, শুরুতে নয়।

উদাহরণ : বন্ধন, সস্তা।

বিশ্লেষণ : ‘বন্ধন’ শব্দে ‘ন্ধ’ হল গুচ্ছধ্বনি। [ন] ও [ধ] এর মাঝে কোনো স্বরধ্বনি নেই। উচ্চারণ বন্-ধন—এই দুটি দলে বিভক্ত হয়।

‘সস্তা’ শব্দে ‘স্ত’ হল গুচ্ছধ্বনি। এখানে [স] ও [ত] -এর মাঝে কোনো স্বরধ্বনি নেই। উচ্চারণ সস্-তা এই দুটি দলে বিভক্ত হয়।

গুচ্ছধ্বনির সংখ্যা : বাংলা ভাষায় দুটি ব্যঞ্জনধ্বনি সমাবেশকে গঠিত গুচ্ছধ্বনির সংখ্যা ২০০টির বেশি। বাংলা ভাষায় তিনটি ব্যঞ্জনধ্বনি সমাবেশকে গঠিত গুচ্ছধ্বনির সংখ্যা ৮টি। যেমন—মন্ত্র, বস্ত্র। আবার বাংলা ভাষায় চারটি ব্যঞ্জনের সমাবেশে গঠিত গুচ্ছধ্বনির সংখ্যা মাত্র একটি। তা হল ‘সংস্কৃত’ শব্দটি।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত