(উত্তর)
মুণ্ডমাল শব্দ : রূপতত্ত্বের আলোচনায় পদগঠনের প্রক্রিয়া একটু গুরুত্বপূর্ণ বিষয়। পদ-গঠন প্রক্রিয়ার পদ্ধতি অনুযায়ী ওইসব পদের নামকরণ করা হয়। ‘মুণ্ডমাল’ শব্দ ও তার গঠন প্রক্রিয়া রূপতত্ত্বের আলোচনার বিষয়।
সংজ্ঞা : একাধিক শব্দে গঠিত একটি নাম বা পদগুচ্ছকে দ্রুত ব্যবহার করার সুবিধার্থে অনেকসময় ছোটো করে নেওয়া হয়। ছোটো করে নেওয়ার সময় শব্দের প্রথম বর্ণ বা অক্ষরগুলিকে নিয়ে নতুন একটি শব্দ গড়ে তোলা হলে, তাকে মুণ্ডমাল শব্দ বলে। এর ইংরেজি প্রতিশব্দ হল acronym (অ্যাক্রোনিম)।
উদাহরণ :
কলিকাতা বিশ্ববিদ্যালয় – ক.বি.
উচ্চমাধ্যমিক – উ.মা.
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ – প.ব.ম.শি.প.
প্রমথনাথ বিশী – প্র.না.বি.
বিভিন্ন পরীক্ষা (J.E.E, S.S.C ইত্যাদি), পাঠক্রম-ডিগ্রি (বি.এ., বি.কম., বি.এস.সি), বিভিন্ন পদ (বিডিও, এসডিও, ডিএম), বিভিন্ন সংস্থা (UNO, SAARC) ইত্যাদি ক্ষেত্রে মুন্ডমাল শদের প্রয়োগ বেশি। ইংরাজি ভাষায় এই ধরণের শব্দের বহুল ব্যবহার লক্ষ করা যায়। বাংলা ভাষায় এজাতীয় শব্দের ব্যবহার কম।