--------------------------------------------------
--------------------------------------------------


--------------------------------------------------
--------------------------------------------------

[মান – ৫] ‘রূপমূল’ কাকে বলে? উদাহরণসহ ‘স্বাধীন’ ও ‘পরাধীন’ রূপমূল-এর পরিচয় দাও।

সংজ্ঞা : ভাষার ক্ষুদ্রতম ব্যাকরণগত একক হলো রূপিম (Morpheme)। রূপিম বা রূপমূল হচ্ছে ধারণা, আর রূপ হলো তার বাস্তব। রূপমূল হলো—এক বা একাধিক ধ্বনির সমবায়ে গঠিত অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক।

বাক্যে প্রযুক্ত হওয়ার বিচারে রূপমূল দুধরণের—

  রূপমূল : স্বাধীন রূপমূল + পরাধীন রূপমূল

স্বাধীন রূপমূল :~ যে অর্থপূর্ণ, ক্ষুদ্রতম ধ্বনিসমষ্টি ভাষার অন্য ধ্বনি বা ধ্বনিসমষ্টির সঙ্গে সম্পূর্ণ যুক্ত না হয়েও স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে, তাদের মুক্ত বা স্বাধীন রূপিম বলে। 

যেমন—রাম ভাত খায়। ‘রাম’ স্বাধীন বা মুক্ত রূপ। 

পরাধীন রূপমূল :~ যে অর্থপূর্ণ ক্ষুদ্রতম ধ্বনিসমষ্টি স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না, তাদের বদ্ধ বা পরাধীন রূপমূল বলে।

যেমন— রামের ভাই শ্যাম। এখানে ‘রামের’ পদের ‘এর’ হলো বদ্ধ রূপিম। বিভক্তি, নির্দেশক, প্রত্যয়, উপসর্গ ইত্যাদি হল বদ্ধ রূপিম।

[] স্বাধীন ও পরাধীন রূপ দিয়ে নানাভাবে পদগঠন করা হয়। যেমন—

  • স্বাধীন রূপমূল + স্বাধীন রূপমূল = দেশ + মাতা = দেশমাতা
  • স্বাধীন + পরাধীন = দেশ + টা = দেশটা
  • পরাধীন + স্বাধীন = বি + দেশ = বিদেশ
error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত