--------------------------------------------------
--------------------------------------------------


--------------------------------------------------
--------------------------------------------------

[মান – ৫] শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। এই তত্ত্বের সীমাবদ্ধতাগুলি লেখো।

(উত্তর)

শব্দার্থের উপাদানমূলক তত্ত্ব : শব্দার্থের উপাদানমূলক বিশ্লেষণের মূল ধারণা হল এই যে, একটি বস্তুকে যেমন ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশে ভেঙে তার অণু-পরমাণুর বিশ্লেষণ করলে বস্তুটি সম্পর্কে একটা সম্যক ধারণা পাওয়া যায়, তেমনি শব্দার্থকে ভেঙে তার ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশকে বিশ্লেষণ করলে সেই শব্দের একটি পরিষ্কার ধারণা এবং অন্যান্য শব্দের সঙ্গে তার সম্পর্কের একটি যথাযথ রূপ পাওয়া সম্ভব। 

এই ধারণার পরিপ্রেক্ষিতে বলা যায়,  শব্দ হল কিছু অর্থ উপাদানের সমষ্টি। এই উপাদানগুলিকে ‘শব্দার্থ উপাদান’ বলা হয়। উপাদানমূলক তত্ত্ব অনুযায়ী শব্দের অর্থকে ভেঙে এই ক্ষুদ্র অর্থ উপাদানগুলিকে বার করতে হবে। এই উপাদানগুলির সাহায্যে শব্দগুলিকে কিছু শ্রেণিতে ভাগ করা যায় –

পুরুষ : বৃষ, মোরগ

নারী : গাভী, মুরগি

শিশু : বাছুর, মোরগছানা

প্রথম পর্যায়টির (পুরুষ, বৃষ, মোরগ) মধ্যে সাধারণ অর্থ উপাদান – পুরুষজাতীয় এবং প্রাপ্তবয়স্ক। দ্বিতীয় পর্যায়টির সাধারণ অর্থ উপাদান – নারীজাতীয় এবং প্রাপ্তবয়স্ক। তৃতীয় পর্যায়টির সাধারণ অর্থ উপাদান অপ্রাপ্তবয়স্ক। অতএব উপরের শব্দগুলির প্রথম সারির শব্দগুলিকে কয়েকটি অর্থ উপাদানের সমষ্টি হিসাবে এইভাবে দেখানো যায় –

পুরুষ = + মানবজাতীয় + প্রাপ্তবয়স্ক + পুরুষজাতীয়

নারী = + মানবজাতীয় + প্রাপ্তবয়স্ক – পুরুষজাতীয়

শিশু =+ মানবজাতীয় – প্রাপ্তবয়স্ক

সীমাবদ্ধতা : এই তত্ত্বের উপযোগিতা থাকলেও কতগুলি সীমাবদ্ধতা আছে।

ক) এই তত্ত্ব সবধরনের শব্দার্থের ব্যাখ্যা দিতে পারে না।

খ) বিভিন্ন ভাষা এবং সংস্কৃতি ভিন্ন ভিন্ন সর্বজনগ্রাহ্য অর্থ-উপাদান আবিষ্কার করা কঠিন।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত