(উত্তর)
শব্দার্থের পরিবর্তন : সময়ের সঙ্গে সঙ্গে শব্দের অর্থেরও পরিবর্তন হয়। পারিপার্শ্বিক প্রভাবের কারণে শব্দার্থের প্রসার, সংকোচ বা রূপান্তর ঘটলে শব্দার্থ পরিবর্তন হয়। শব্দার্থ পরিবর্তনের প্রধান তিনটি ধারা হল –
(১) শব্দার্থের প্রসার,
(২) শব্দার্থের সংকোচ,
(৩) শব্দার্থের রূপান্তর।
আলোচনা
(ক) শব্দার্থের সংকোচ : কোনো শব্দের প্রচলিত মূল বা সমষ্টিগত অর্থের স্থানে একটিমাত্র বিশেষ অর্থ প্রকাশ পেলে তাকে শব্দার্থের সংকোচ বলা হয়। এক্ষেত্রে আদি অর্থের তুলনায় পরিবর্তিত অর্থের বিস্তার হ্রাস পায় এবং অর্থের সংকোচ ঘটে। শব্দার্থের প্রসারের বিপরীত প্রক্রিয়া হল শব্দার্থের সংকোচ। যেমন,
মৃগ = যে-কোনো বন্য পশু (আদি অর্থ) = হরিণ (পরিবর্তিত সংকুচিত অর্থ)
অন্ন = যে-কোনো খাদ্য (আদি অর্থ) = ভাত (পরিবর্তিত সংকুচিত অর্থ)
(খ) শব্দার্থের প্রসার : সময়ের পরিবর্তনের সঙ্গে কোনো শব্দের মূল অর্থটির সঙ্গে নতুন অর্থ বা অর্থসমষ্টি যুক্ত হলে সেই শব্দটির মূল অর্থের সহযোগী এক বা একাধিক অর্থ প্রচলিত হয়। একে শব্দার্থ প্রসার বলে। যেমন –
কালি = কালো রঙের তরল (আদি অর্থ) = এখন নানা রঙের তরল বোঝায় (পরিবর্তিত প্রসারিত অর্থ)
গাং = গঙ্গা নদী (আদি অর্থ) = যে-কোনো নদী (পরিবর্তিত প্রসারিত অর্থ)