(উত্তর)
শব্দার্থ পরিবর্তনের ধারা : সময়ের সঙ্গে সঙ্গে শব্দের অর্থেরও পরিবর্তন হয়। পারিপার্শ্বিক প্রভাবের কারণে শব্দার্থের প্রসার, সংকোচ বা রূপান্তর ঘটলে শব্দার্থ পরিবর্তন হয়। শব্দার্থ পরিবর্তনের প্রধান তিনটি ধারা হল –
(১) শব্দার্থের প্রসার,
(২) শব্দার্থের সংকোচ,
(৩) শব্দার্থের রূপান্তর।
আলোচনা
(ক) শব্দার্থের প্রসার : সময়ের পরিবর্তনের সঙ্গে কোনো শব্দের মূল অর্থটির সঙ্গে নতুন অর্থ বা অর্থসমষ্টি যুক্ত হলে সেই শব্দটির মূল অর্থের সহযোগী এক বা একাধিক অর্থ প্রচলিত হয়। একে শব্দার্থ প্রসার বলে। যেমন –
কালি = কালো রঙের তরল (আদি অর্থ) = এখন নানা রঙের তরল বোঝায় (পরিবর্তিত প্রসারিত অর্থ)
গাং = গঙ্গা নদী (আদি অর্থ) = যে-কোনো নদী (পরিবর্তিত প্রসারিত অর্থ)
(খ) শব্দার্থের রূপান্তর : শব্দার্থের পরিবর্তনের ফলে যদি কোনো শব্দ মূল অর্থ পরিত্যাগ করে সম্পূর্ণ নতুন অর্থ গ্রহণ করে তখন তাকে শব্দার্থের রূপান্তর বলে। এক্ষেত্রে আপাতভাবে আদি অর্থের সঙ্গে প্রচলিত অর্থের যোগসূত্র খুঁজে পাওয়া যায় না। যেমন,
গোষ্ঠী = গবাদি পশুর থাকার জায়গা (আদি অর্থ) = সমূহ (রূপান্তরিত অর্থ)
দারুণ = কাষ্ঠ নির্মিত (আদি অর্থ) = অত্যন্ত (রূপান্তরিত অর্থ)
তবে আদি ও পরিবর্তিত অর্থের মধ্যে আপাত যোগসূত্র না পাওয়া গেলেও শব্দার্থ পরিবর্তনের ইতিহাস দেখলে যোগসূত্র খুঁজে পাওয়া অসম্ভব নয়।