(উত্তর)
মঞ্চসজ্জা : অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত ‘নানা রঙের দিন’ নাটকের শুরুতে নাটক অভিনয়ের জন্য একটি মঞ্চসজ্জার বিবরণ পাওয়া যায়। পেশাদারি থিয়েটারের ফাঁকা মঞ্চের পিছনে রয়েছে রাতে অভিনীত নাটকের দৃশ্যপট, জিনিসপত্র আর যন্ত্রপাতি। মঞ্চের মাঝে একটা টুল উলটানো আছে। চারিদিকে রাত্রির অন্ধকার। দিলদারের পোশাক পরে, হাতে একটা মোমবাতি নিয়ে হাসিমুখে রজনীকান্ত মঞ্চে প্রবেশ করেন।
নাটকটির নামকরণের সার্থকতা : এই অংশের উত্তর “নামকরণের তাৎপর্য” এই প্রশ্নের অনুসরণে লেখো।