--------------------------------------------------
--------------------------------------------------


--------------------------------------------------
--------------------------------------------------

[মান – ৫] ‘নানা রঙের দিন’ একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক আলোচনা করো।

(উত্তর)

একাঙ্ক নাটক কী : নাটকের বিভিন্ন আঙ্গিকের মধ্যে একাঙ্ক নাটক একটি অঙ্ক এবং একটি দৃশ্যে সম্পূর্ণ নাটক, যা ক্ষুদ্র পরিসরে একই মঞ্চসজ্জায় সীমাবদ্ধ থাকে। স্থান-কাল-পাত্রের প্রেক্ষিতে স্বল্প চরিত্র, অভিনয়-নিপুণতা, গভীর ও সংযত সংলাপ– এই ধরণের নাটকে উপস্থাপিত হয়। নাটকের ঘটনাবলি আকস্মিকতার মধ্যে দিয়ে ‘climax’-এ পৌঁছায়।

নাটকের বিষয়বস্তু : অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত ‘নানা রঙের দিন’ নাটকটির সমগ্র ঘটনা মাত্র একটি রাতের কয়েক ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ। মঞ্চের জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় এখন বার্ধক্যের সীমায় উপস্থিত। দীর্ঘ অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেন, অভিনয়ের জগৎ আসলে এক মায়া, ‘থিয়েটারওয়ালাদের’ জীবন অনেক বেশি রুঢ় ও কঠিন। তবুও সেই মঞ্চের টানেই এখনও তার মঞ্চে ফিরে আসা। ব্যক্তিগত জীবনে নিতান্ত নিঃসঙ্গ রজনীকান্ত উপলব্ধি করেছেন, আর কয়েক বছর পরে যখন তিনি ‘দিলদার’ চরিত্রেও অভিনয় করতে পারবেন না, জীবনে তখন নেমে আসবে ঘোর নিঃসঙ্গতা। নিজের অতীত গৌরবের কথা স্মরণ করতে করতে একসময় একের পর এক পুরোনো নাটকের নানান চরিত্রের সংলাপ উচ্চারণ করতে থাকেন রজনীকান্ত। এইভাবে অতীত-বর্তমানের টানাপোড়েনে নাটকটি শেষ হয়।

একাঙ্ক নাটক হিসেবে সার্থকতা : সমগ্র নাটকটি স্বল্প পরিসরে একটিমাত্র দৃশ্যে রজনীকান্তের জীবনে একটি রাতের দৃশ্যে রজনীকান্তের জীবনের দ্বন্দ্বকে ব্যক্ত করেছে। নাট্যকারের বর্ণনা, চরিত্রচিত্রণ দক্ষতা ও একমুখীনতা নাটকটিকে বিশিষ্ট করেছে। ঘটনার সংক্ষিপ্ততা, সংলাপের সুষ্ঠু ব্যবহার, নাট্যবস্তুর একমুখীনতায় নাটকটি একাঙ্ক নাটক হিসেবে সার্থকতা লাভ করেছে।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত